অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক। দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বুধবার দুপুরে ফিরে যান তারা।
হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা মো. বদিউজ্জামান ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় সেখানে হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন।
ভারতে ফিরে যাওয়া নাগরিককরা হলেন-ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পশ্চিম আপতৈর গ্রামের লিপলাল হেমরম (৪৪), আসামের ধুবরি জেলার শুকচর থানার সিংগতিমারি গ্রামের নুর আমিন (৩৩), বর্ধমান জেলার গর্জনাচুটি থানার গর্ধমানমারী গ্রামের সামিউল হাসদা (৩৮), একই এলাকার শান্তনা মুর্মু (৪৮), মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের রুবেল মার্ডি (৪৩)।
হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার জানান, বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে উপস্থাপন করা হলে বিভিন্ন মেয়াদে সাজা হয়।
ওসি বলেন, ‘ফিরে যাওয়ারা নওগাঁ ও দিনাজপুর কারাগারে ২-৭ বছর মেয়াদে কারাভোগ করে। সাজা শেষ হওয়ায় দু’দেশের মধ্যে চিঠি চালাচালি ও আইন মোতাবেক সকল প্রক্রিয়া শেষে তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য