মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কায়সার আহমেদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। র্যাব বলছে, গতকাল বুধবার (২০ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধ হয়। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
নিহত কায়সারের বাড়ি পটুয়াখালী জেলায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে গতকাল মধ্যরাতে সিংগাইরে অভিযানে যান র্যাব সদস্যরা। এসময় ৮-১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী র্যাবের গাড়ি লক্ষ করে গুলি চালায়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে কায়সার ও র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হন। কায়সারকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত দুই র্যাব সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কায়সারের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে র্যাব-৪ এর ওই সূত্র।
মন্তব্য