-->
শিরোনাম

নিকলীর ধনু নদীতে টিসিবির পণ্যবাহী নৌকাডুবি

কিশোরগঞ্জ প্রতিনিধি
নিকলীর ধনু নদীতে টিসিবির পণ্যবাহী নৌকাডুবি
উদ্ধার অভিযান

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর ধনু নদীতে টিসিবির পণ্যবাহী একটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংপুর বাজারের কাছে ধনু নদীতে ৫৫১টি কার্ডের পণ্য নিয়ে নৌকাটি ডুবি যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদর থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে টিসিবির পণ্য নিয়ে ডিলার শফিকুল ইসলাম সিংপুরের দিকে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে সিংপুর বাজারের কাছে পৌঁছলে তীব্র স্রোতে টিসিবির পণ্যবোঝাই নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটিতে ৫৫১টি কার্ডের পণ্য ছিল। ঘটনার খবর পেয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিলার শফিকুল ইসলাম জানান, নৌকায় ৫৫১টি কার্ডের পণ্য ছিলি। প্রতি প্যাকেটে দুই কেজি চিনি, দুই লিটার তেল, দুই কেজি ছোলা ও দুই কেজি ডাল রয়েছে।

ইউএনও আবু হাসান জানান, এলাকাবাসী উদ্ধার চেষ্টা চালিয়ে অর্ধেকেরও বেশি মালামাল উদ্ধার করে। সংশ্লিষ্ট কার্ডধারীদের পণ্য দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Beta version