-->
শিরোনাম

মারধরের অভিযোগে কাউন্সিলরের নামে মামলা

বরিশাল ব্যুরো


মারধরের অভিযোগে কাউন্সিলরের নামে মামলা
কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব

বরিশাল সিটি করপোরশেনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের নামে মারধরের অভিযোগে মামলা করেছেন করপোরেশনের রোড ইন্সপেক্টর রাজিব হোসেন। এ ঘটনায় বিপ্লবের পাশাপাশি আসামি করা হয়েছে সহকারী অধ্যাপক কামরুজ্জামানসহ পাঁচজনকে।

বরিশাল কোতোয়ালি মডেল থানায় রোববার মামলা করেন তিনি।

এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘মামলায় ওই ছয়জনের বিরুদ্ধে দায়িত্ব পালনে বাঁধা, আটকে রেখে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে।’

মামলার বাদী রাজীব হোসেন খান বলেন, ‘২০ নং ওয়ার্ডের একটি ভবনের প্ল্যান চেক করতে যাওয়ার পর কাউন্সিলর বিপ্লব আমাকে ফোন দিয়ে হোসাইনিয়া মাদ্রাসায় ডেকে নেন। এরপর তাকে না বলে কেন প্ল্যান চেক করতে গিয়েছি সেই অভিযোগ তুলে আমাকে মারধর করেন। এরপর অন্য স্টাফরা এসে আমাকে উদ্ধার করেন।’

অভিযোগের বিষয়ে কাউন্সিলর বিপ্লব বলেন, ‘আমার ওয়ার্ডে একটা কাজ করতে আসবে সেটা আমিই জানি না। আমি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করেছি মাত্র। তাকে কোনো মারধর করা হয়নি।’

এর আগে রোববার বিকেলে বিপ্লবের বিরুদ্ধে রাজিবকে মারধরের অভিযোগে বিভাগীয় গণগ্রন্থাগারের সামনে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। একই ঘটনায় ওই কাউন্সিলের সমর্থকরাও পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। পাল্টাপাল্টি বিক্ষোভে চরম দুর্ভোগ পড়েন নগরবাসী। পরে পুলিশের আশ্বাসে ৭ ঘণ্টা পর রাস্তা থেকে সরে যান অবরোধকারীরা।

মন্তব্য

Beta version