সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফসল রক্ষা বাঁধ ভেঙে ‘হালির হাওরের’ বোরো ধান তলিয়ে গেছে। ভাঙন ঠেকাতে এলাকার মানুষের সবরকম চেষ্টা বিফলে গেছে।
গতকাল সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে হালির হাওরে ঢলের পানি প্রবেশ করে।
বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার জানান, গ্রামে ঢলের পানির চাপে ঝুঁকিতে থাকা বাঁধটি ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করেছে।
এসময় তিনি ফেইসবুক লাইভে এসে বলেন, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হলো না। আমাদের সকল চেষ্টা বিফলে গিয়ে গিয়েছে। হেরাকান্দি গ্রামের বাঁধ ভেঙে হালির হাওর পানিতে তলিয়ে যাচ্ছে।
লাইভে তিনি আশপাশের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান।
এ ব্যাপারে জানতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবকে একাধিবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
আরো পড়ুন: বাঁধ ভেঙে তলিয়ে গেল তিন জেলার ফসল
এর আগে গত রোববার (২৪ এপ্রিল) সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাউতি ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় তিন জেলার ফসল। সেদিন সকালে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করে। এতে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং শাল্লার হাওরের অংশের ফসল তলিয়ে যায়।
ছায়ার হাওরের কৃষক কমল দাশ বলেন, ‘রোববার ভোর থেকেই হাওরে পানি ঢুকতে শুরু করে। রাতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টি হয়। ওখান থেকে সকালে মাউতি বাঁধে ফাটল দেখা দেয়। পরে পানির চাপে বাঁধ উপচে সবদিক দিয়ে পানি ঢুকতে শুরু করে। আমার বাক্কা ধান ওই পানির নিচে তলিয়ে গেছে।’
তবে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের দাবি, ‘এই হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ।’
মন্তব্য