-->
শিরোনাম
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ছাত্রলীগ নেতাসহ তিনজন ২ দিনের রিমান্ডে

মাগুরা প্রতিনিধি
ছাত্রলীগ নেতাসহ তিনজন ২ দিনের রিমান্ডে

মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস বহন করা এবং সরবরাহের অভিযোগে আটক ছাত্রলীগ নেতাসহ তিনজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার মামলার আইও এসআই নিসার উদ্দিন আটক ৬ আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রাব্বি, তারানা আফরোজ ও ইফতেখার ইসলাম টিটোসহ তিনজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ইসমত আরা ঝর্না ও শাহানা বেগমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে গত শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস বহন করা এবং সরবরাহের অভিযোগে ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রাব্বিসহ ৬ জনকে আটক করে পুলিশ। শনিবার ওই ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাগুরা এজি একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তাদুর রহমান।

মন্তব্য

Beta version