-->
শিরোনাম

খাঁ খাঁ রোদে পুড়ছে রাজশাহী

রাজশাহী ব্যুরো
খাঁ খাঁ রোদে পুড়ছে রাজশাহী
তীব্র তাপদাহে স্বস্তি পেতে মুখে পানি দিচ্ছে

খাঁ খাঁ রোদে টানা তাপদাহে পুড়ছে রাজশাহী। গত কয়েকদিনের মতো মঙ্গলবারও (২৬ এপ্রিল) এ অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গত সোমবার রাজশাহীতে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বা আদ্রতার পরিমাণ কমেছে।

সহসাই বৃষ্টির সম্ভাবনা না থাকায় এমন তীব্র তাপদাহ আরো কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

এদিকে টানা তাপদাহে নিম্নআয়ের মানুষজন বিপাকে পড়েছেন। পেটের পীড়াসহ বিভিন্ন ধরনের মৌসুমি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে অনেককে। গরমের তীব্রতার কারণে তৈরি হয়েছে হিটস্ট্রোকের ঝুঁকি।

মন্তব্য

Beta version