-->

ছিনতাইকারীদের ছুরিকাঘাতেই প্রাণ যায় জাহিদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছিনতাইকারীদের ছুরিকাঘাতেই প্রাণ যায় জাহিদের

তিন ছিনতাইকারীর ছুরিকাঘাতেই গার্মেন্টসকর্মী জাহিদ হাসান খুন হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। ক্লুলেস এই মামলায় তিন ‘হত্যাকারীকে’ শনাক্ত শেষে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার মাইসদাইর বাজার এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার মৃত মাঈনউদ্দিনের ছেলে মো. বাবু (২৮) ও মো. আলীর ছেলে শাকিল (২৮)।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার মাসদাইর রোকেয়া খন্দকার স্কুলের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গার্মেন্টসকর্মী জাহিদ হাসানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।

এর পরেই হত্যার ঘটনায় ছায়া তদন্ত করছিল র‌্যাব-১১। পরে তিনজনকে শনাক্ত করে সোমবার রাতে তাদের আটক করা হয়। তারা তিনজনই একটি সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য।

মন্তব্য

Beta version