-->

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে কুপিয়ে জখম

হবিগঞ্জ প্রতিনিধি



প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে কুপিয়ে জখম

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে (১৯) কুপিয়ে জখম করেছে দুই বখাটে। কাটা জখম সারাতে কবজি, স্তনসহ শরীরের নানা অংশে দেওয়া হয়েছে সেলাই।

গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোররাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পূর্ব মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নানা ওষুধে ক্ষত কিছুটা সারলেও তীব্র যন্ত্রণায় এখনো কাতরাচ্ছেন ওই তরুণী।

এ ঘটনায় সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওই তরুণীর বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছেন।

জানা গেছে, নিজ বাড়িতে গত মঙ্গলবার ভোররাতে হামলার শিকার হন ওই তরুণী। সেহরির সময় ঘরের বাইরে বের হলে তাকে জাপটে ধরে কুপিয়ে জখম করে স্থানীয় সুমন মিয়া ও তার সঙ্গী নাইম। মেয়েটির চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এলে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে সোমবার বাড়িতে নেওয়া হয়েছে তাকে।

আক্রমণের শিকার ওই তরুণী বলেন, ‘ফেব্রুয়ারি মাস থেকে সে (সুমন) আমাকে বিরক্ত করত। প্রথমে সে নাম-পরিচয় না দিয়ে আমার দরজার সামনে চিঠি রাখত। পরে সে তার ফোন নাম্বার দিয়ে চিঠি রাখত। আমি মোবাইল ফোন ব্যবহার করি না। কয়েক দিন পর আমাকে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আমি তাকে না করে দেই। তখন সে আমাকে বলেছে আমার জীবন নষ্ট করে দেবে। কিন্তু লজ্জায় আমি কাউকে কিছু বলিনি।’

তিনি আরো বলেন, ‘ঘটনার দিন সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঘরের পাশেই টিউবওয়েলে হাত-মুখ ধুতে যাই। ওই সময় প্রথমে আমার পিঠে ও বুকে কোপ দেওয়ার পর আমি চিৎকার দিয়ে দৌড়ে ঘরে ঢুকতে চাই। কিন্তু দেখি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। সম্ভবত হামলার আগে তারা সেটি বন্ধ করে দেয়। দরজা খোলার চেষ্টা করার সময় সুমন আমাকে আরো কয়েকটি কোপ দেয়। পরে বাবা ঘর থেকে বেরিয়ে এলে সুমন ও নাইম দৌড়ে পালিয়ে যায়।’

খোঁজ নিয়ে জানা যায়, ওই তরুণীর বাড়ি থেকে আনুমানিক ৫০ মিটার দূরে অভিযুক্ত সুমনের বাড়ি। মঙ্গলবার অভিযুক্ত সুমনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘আহতের বাবা বাদী হয়ে ৬ জনের নামে একটি মামলা করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। এছাড়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’

মন্তব্য

Beta version