হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফারুক হোসেন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তিনজনকে বেকসুর খালাস করেছেন আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা বুধবার দুপরে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ফরহাদ মোল্লার ছেলে মো. আলমগীর হোসেন এবং একই এলাকার মৃত. হুমায়নের ছেলে মো. মাসুম ওরফে ফালান। রায় ঘোষণাকালে আলমগীর এজলাসে উপস্থিত ছিলেন।

খালাসপ্রাপ্তরা হলেন- মনির হোসেন ওরফে খাজু মনির, মো. কালু এবং মো. রুবেল। এর মধ্যে কালু এবং রুবেল পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী শাহেন শাহ জানান, ২০০৯ সালে ১৮ এপ্রিল বিকেলে যাত্রাবাড়ি যাওয়ার কথা বলে রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের মো. সামসুল হকের ছেলে ফারুক হোসেনকে প্রতিবেশী মাসুম ডেকে নিয়ে যায়। পর দিন শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে মাসুমের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় তদন্তকারী কর্মকর্তা।

শাহেন শাহ বলেন, ‘সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই মামলা থেকে তিনজন খালাস পেয়েছেন।’

মন্তব্য