-->
শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট

মাহফুজ নান্টু, কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট
ফাঁকা সড়কে গাড়ি চলছে

আসন্ন ঈদে বাড়ি ফেরা মানুষরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তি পাচ্ছেন। সম্প্রতি সংস্কার কাজ শেষ হওয়ায় মহাসড়কটির কুমিল্লার অংশ দ্রুত পার হয়ে গন্তব্য পৌঁছাতে পারছেন ঘুরমুখো মানুষ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ঘুরে ও হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের চিওড়া পর্যন্ত ১০৪ কিলোমিটার রাস্তায় কোনো যানজট নেই। বুধবার চান্দিনায় একটি সড়ক দুর্ঘটনায় ঘণ্টাখানেক যানবাহনের ধীরগতি ছিল। তবে বৃহস্পতিবার সড়কে বাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই।

ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্য ছেড়ে আসা এশিয়া পরিবহনের চালক মো. হাফিজ বলেন, ‘সায়েদাবাদ থেকে যাত্রবাড়ী পর্যন্ত টুকটাক যানজট ছিল। দাউদকান্দি থেকে কুমিল্লা শহরে প্রবেশ পর্যন্ত তেমন কোনো যানজট নেই।’

একই কথা বলন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবাহী লরির চালক নেয়ামত উল্লাহ। তিনি বলেন, ‘ফেনীর পর থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত কোনো যানজট নেই। স্বাভাবিক আছে মহাসড়ক।’

কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘ঈদে ঘুরমুখো মানুষের বাড়ি ফিরতে যেন কষ্ট না হয় এবং সড়কে যেন শৃঙ্খলা থাকে সে জন্য আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। সড়কে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে যানজট বা অন্য কোনো সমস্যা হবে না।’

কুমিল্লা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘মহাসড়কের কুমিল্লার অংশে এখন যানজট নেই। যেসব জায়গায় হাটবাজার আছে সেখানে হাইওয়ে পুলিশের সঙ্গে সড়ক ও জনপথের লোক আছে। তারা যানজট রোধে সার্বক্ষণিক কাজ করছে।’

মন্তব্য

Beta version