রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ভাড়রা গ্রাম থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভাড়রা এলাকার আবদুল লতিফের ছেলে সুজন (৩৩) ও বশির আহম্মেদ (৩২)।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, অভিযানে ১২ কার্টুনে ৫৭৬ পিস ভেজাল লতা হারবাল ক্রিম, ২ হাজার পিস লতা হারবালের মোড়ক, ভেজাল লতা হারবাল ক্রিম তৈরির কমলা, হলুদ ও সাদা রংয়ের কেমিক্যাল, সাদা দানাদার ৩০ কেজি ও ১৫ লিটার তরল কেমিক্যাল, ভেজাল ক্রিম তৈরির স্টিলের ২টি মেশিন, ২টি ড্রিল মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, ২টি ক্লিপ টাইট মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার, স্টিলের ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাতিলসহ সর্বমোট ৩ লাখ ৩৫ হাজার ৮০০ টাকার সামগ্রী জব্দ করা হয়।
তিনি জানান, ভাড়রা গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে গ্রেপ্তারকৃতরা ভেজাল প্রসাধনীর কারখানা তৈরি করে। সেখান থেকে এই ভেজাল ক্রিম দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে। এ বিষয়ে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য