-->
শিরোনাম

ঈদুল ফিতরে ৮ দিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি
ঈদুল ফিতরে ৮ দিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। শুক্রবার থেকে ছুটি শুরু হয়ে পরের শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিজানুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দরে। আগামী সপ্তাহের পুরো ৮ দিনই বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম।৭ মে শনিবার থেকে আবার যথারীতি শুরু হবে বলে জানান তিনি।

ভোমরা শুল্ক বিভাগের সহকারী কমিশনার আমীর মামুন বলেন, ‘আগামী ৫ মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।’

মন্তব্য

Beta version