মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে চাপ ও বিড়ম্বনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এ পরামর্শ দেন।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের ঈদে যাত্রী পারাপারে বেশি গুরুত্ব দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট ঘরমুখো মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ওই নৌপথে বেশি সংখ্যক ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’ এ কারণে শিমুলিয়া ফেরি ঘাটের ওপর চাপ সৃষ্টি না করতে অনুরোধ করেন তিনি।
শিমুলিয়া ঘাটে টাকার বিনিময়ে ফেরিতে যানবাহনের সিরিয়াল বন্টন করা হচ্ছে, যাত্রীদের এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। ঘাটে চাপ থাকায় অনেকের ফেরিতে সিরিয়াল পেতে সময় লাগছে। ঘাট ব্যবস্থাপনায় ঘাট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সামিম আল রাজী, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন।
মন্তব্য