-->
শিরোনাম

মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে: অতিরিক্ত ডিআইজি

টাঙ্গাইল প্রতিনিধি
মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে: অতিরিক্ত ডিআইজি

মহাসড়কে কোনো ধরনের যানজট সৃষ্টি হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নূরে আলম মিনা। মানুষ নির্বিঘ্নেট তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

অতিরিক্ত ডিআইজি বলেন, ‘মহাসড়কে কিছু জায়গায় গাাড়ির জটলা থাকলেও তা চলমান রয়েছে। কোথাও গাড়ির চাকা থেমে নেই। বলতে পারি, কোনো ধরনের ভোগান্তি ছাড়া যানজটমুক্ত যাত্রীরা তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে।’

তিনি আরো বলেন, ‘১ মাস দীর্ঘ সময় ধরে পুলিশ এ যানজট নিরসনে প্ল্যানিং করে আসছে যা সফল হয়েছে বলে মনে করি। কারণ এখন পর্যন্ত কোথাও ওই রকম যানজটের খবর নেই। পাটুরিয়া ঘাটে ফেরি সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো যানজটের সৃষ্টি না হয়।’

পরিদর্শনের সময় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার এদিবা নুসরাত লুনা, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘অতিরিক্ত যানবাহনের চাপে ১৫ কিলোমটিার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়েছিল সকালে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা এখন কমে গেছে।’

তিনি আরো বলেন, ‘শুক্রবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরো বাড়লে যানজট হওয়ার সম্ভবনা রয়েছে। তবে আশা করছি, কোনোভাবেই যেন গাড়ি থেমে না থাকে।

কথা হয় ঢাকা থেকে আসা এলেঙ্গা পর্যন্ত যাত্রী রহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকায় গার্মেন্টসে চাকরি করি ১৫ বছর হবে। যতবার ঈদে বাড়ি এসেছি ততবার যানজটে পড়েছি। এবার খুব ভালোভাবে এলেঙ্গা পর্যন্ত আসলাম খুব ভালো লাগছে।’

শুক্রবার মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি ও এলেঙ্গাসহ বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের বিভিন্ন এলাকা ঘুরে যানবাহনের কিছুটা ধীর গতি দেখা যায়। ধীর গতি বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে বলে দাবি করছে পুলিশ প্রশাসন।

মন্তব্য

Beta version