-->
শিরোনাম

সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে ১৭ শ্রমিক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে ১৭ শ্রমিক আহত

সিরাজগঞ্জের সদর উপজেলার চকশিয়ালকোল এলাকায় কালবৈশাখী ঝড়ে জিব্রাইল ট্রেডাস প্লাস্টিক কাটিং এন্ড রিপেয়ারিং ফ্যাক্টরিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় ফ্যাক্টরির প্রায় ১৭ শ্রমিক আহত হন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর , তাদেরকে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঝড়ে গুরুতর আহতরা হলেন- মাইনুল ইসলাম জয়নাল, মোহাম্মদ জুয়েল, জুল হোসেন, মাসুদ ও শ্রী চন্দন কুমার।

এই বিষয়ে ফ্যাক্টরির মালিক জিনহার আলী বলেন, শুক্রবার রাতে কারখানায় কাজ করছিল প্রায় অর্ধশতাধিক শ্রমিক। এই সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে শ্রমিকরা কারখানায় ঘরে অবস্থান নেয়। প্রচণ্ড ঝড়ে ঘরের চাল উড়ে যায়। এ সময় ফ্যাক্টরির প্রায় ১৭ শ্রমিক আহত হন।

এদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় ফ্যাক্টরির প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

মন্তব্য

Beta version