-->
শিরোনাম

শোলাকিয়ায় ঈদ জামাতগামীদের জন্য দুই বিশেষ ট্রেন

ডেস্ক রিপোর্ট
শোলাকিয়ায় ঈদ জামাতগামীদের জন্য দুই বিশেষ ট্রেন

দেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয়ে থাকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রতি ঈদে সেখানে দেড় থেকে দুই লাখ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশ নেন।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার ঈদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে।

শোলাকিয়ার আশপাশের অঞ্চলের মানুষ যাতে করে ঈদ জামাতে অংশ নিতে পারেন, তার জন্য মঙ্গলবার দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দুটি ভৈরব এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যাবে।বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।

তি‌নি বলেন, ‘মঙ্গলবার শোলা‌কিয়ায় ঈদের জামাত পড়তে দু‌টি শোলা‌কিয়া ঈদ স্পেশাল ট্রেন ছাড়া হ‌বে। এক‌টি ভৈরব ‌থে‌কে সকাল ৬টায় ছে‌ড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছা‌বে। আরেক‌টি ময়মন‌সিংহ থে‌কে ভোর পৌনে ৬টায় ছে‌ড়ে যা‌বে। সেটি কিশোরগঞ্জে পৌঁছা‌বে সাড়ে ৮টায়।’

আমিনুল আরো বলেন, ‘ঈদের মোনাজাত শেষে আবার যাত্রীদের নিয়ে ফিরবে ট্রেন দুটি।’

মন্তব্য

Beta version