-->
শিরোনাম

দেড় ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি
দেড় ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল শুরু

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০ টা থেকে বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার (৩ মে) সকাল ৯ টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সকাল ৯ টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া যেগুলো নদীর ভিতরে ছিল সেগুলোকে নিরাপদ স্থানে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ কারণে দেড় ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ থাকে।পরে সকাল সাড়ে ১০ দিকে চলাচল শুরু করে।’

মন্তব্য

Beta version