কুমিল্লা সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার সকাল ৮ টায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সহিদ জানান, গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূইয়া পিস্তল দিয়ে ভূইয়া বাড়ি ঈদ গা মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করে। এ সময় ঈদগা মাঠে থাকা মুসুল্লিরা এদিক-ওদিক ছোটাছুটি করে। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার ডান হাঁটুতে গুলি লাগে।
ওসি সহিদ আরো বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা পালিয়েছে। আমরা অভিযান চালাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, কিছু দিন আগে রুবেল পূর্ব শত্রুতার জের ধরে আমাকে মারধর করে। তার বিরুদ্ধে মামলা থাকা স্বত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। এর আগেও সে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।
পাঁচ নম্বর পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ‘ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
মন্তব্য