-->
শিরোনাম

সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়

ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ। মঙ্গলবার ঈদের দিন সকাল ১০টায় দর্শনা বন্দর চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় বিজিবির হাতে মিষ্টি তুলে দেয় বিএসএফ।

এ সময় উপস্থিত ছিলেন বিএসএফ’র গেঁদে ক্যাম্প কমান্ডার এসআই অশোক ও দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ফারুক হোসেন।

ঈদের আগের দিন বিকেলে মিত্র দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে মিষ্টি তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার জহিরউদ্দিন বাবর।

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মো. ইশতিয়াক পিএসসি বলেন, ‘ঈদের এই বিশেষ দিনে আমাদের প্রতিপক্ষ বিএসএফ’র সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার ও প্রতিটি ক্যাম্পে শুভেচ্ছা উপহারস্বরূপ মিষ্টি পাঠানো হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পারিক সর্ম্পক আরো সুদৃঢ় হবে।’

মন্তব্য

Beta version