-->
শিরোনাম

ঈদের ছুটিতে চালু ভোমরা ইমিগ্রেশন

সাতক্ষীরা প্রতিনিধি
ঈদের ছুটিতে চালু ভোমরা ইমিগ্রেশন
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা আট দিন আমাদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন সম্পূর্ণ চালু রয়েছে। প্রতিদিন এই পথে শত শত পাসপোর্টযাত্রী ভারতে যাতায়াত করছেন।

ঈদের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বন্দর দিয়ে শতাধিক পাসপোর্টযাত্রী ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘গতকাল ঈদের দিনও শতাধিক পাসপোর্টযাত্রী ভোমরা বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। শুধু পাসপোর্টযাত্রী যাতয়াতের জন্য ভোমরা ইমিগ্রেশন খোলা রয়েছে। যাত্রীদের ভ্রমণ কর পরিশোধের জন্য সোনালী ব্যাংক ভোমরা শাখাও খোলা আছে।’

ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে বন্দরে ছুটি শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে ভোমরা বন্দরে।

মন্তব্য

Beta version