-->
শিরোনাম

রাজশাহীতে জ্বালানি তেলের সংকট

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে জ্বালানি তেলের সংকট

রাজশাহীতে আজ রোববার হঠাৎ করেই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পেট্রোল, অকটেন মিলছে না অনেক পাম্পেই। চাহিদার তুলনায় তেল সরবরাহ কম হওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে দাবি করছেন পাম্প মালিকরা।

তবে হাতে গোনা কিছু পাম্পে মাত্র দুই লিটার করে প্রতিজনের কাছে বিক্রি করছে অনেক পাম্প। ফলে জ্বালানি তেল কিনতে গিয়ে হয়রানির শিকারও হচ্ছে অনেকে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, তেলের কোনো সংকট নেই। পাম্পগুলো কেন তেল পায়নি সেটি তাদের কাছে প্রশ্ন ।

রাজশাহী জেলা পেট্রোল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সংকট বেড়েছে, বেশ কিছু পাম্প তেলশূন্যও হয়ে পড়েছে।

রোববার রাজশাহী নগরীর অধিকাংশ পাম্প এলাকাতেই জ্বলানি তেল নেই। কিছু পাম্পে থাকলেও চাহিদার তুলনায় কম। পেট্রোল বিক্রি হচ্ছে ৮৬ টাকা ৭৭ পয়সা ও অকটেন ৮৯ টাকা ৬২ পয়সা লিটার প্রতি বিক্রি হচ্ছে।

মন্তব্য

Beta version