-->

কুমিল্লার সমাবেশে এলডিপির মহাসচিবের গুলি, দুই ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সমাবেশে এলডিপির মহাসচিবের গুলি, দুই ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ

কুমিল্লার চান্দিনায় সমাবেশে এসে ছাত্রলীগের তোপের মুখে পড়ে পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ। এ সময় তার ছোড়া গুলিতে দুই ছাত্রলীগ কর্মী জনি সরকার (২২) ও নাজমুল হোসেন নাইম (২৮) গুলিবিদ্ধ হন।

সোমবার বিকেলে কুমিল্লার চান্দিনা রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটে।

কুমিল্লা অতিরিক্ত পুরিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, ‘ দুই পক্ষকেই পুলিশ প্রশাসন থেকে অনুষ্ঠান না করতে অনুরোধ করা হয়েছিল। তবুও দুই পক্ষ অনুষ্ঠান শুরু করে।’

তিনি আরো বলেন, ‘আজ সকাল থেকে কলেজ ও আশেপাশে অবস্থান নেয় পুলিশ। পরে দুপুর ১ টার দিকে রেদোয়ান অনুষ্ঠান স্থলের পাশ দিয়ে আসার সময় ছাত্রলীগের ওপর গুলি ছুড়েন। এ ঘটনায় আমরা তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সূত্রে জানা যায়, সোমবার রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ মাঠে ছাত্রলীগ ও এলডিপির ঈদ পুনর্মিলনী সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সমাবেশস্থলের বাইরে ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন এলডিপির মহাসচিব রেদোয়ান।

এ সময় রেদোয়ানের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে রেদোয়ান তার গাড়ির জানালার কাঁচ নামিয়ে সঙ্গে থাকা পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করেন।

এতে গুলিবিদ্ধ হয় ছাত্রলীগ কর্মী জনি ও নাজমুল। তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

পৌর এলডিপির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘ঈদ পুনর্মিলনী করতে ঈদের পর থেকেই আমন্ত্রপত্রের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের দাওয়াত দেই। এর আগে আমরা কলেজ অধ্যক্ষ থেকে অনুমতি নিয়েছি। আমাদের অনুষ্ঠানকে বানচাল করতে কলেজ শাখা ছাত্রলীগ কোনোরকম অনুমতি ছাড়াই তারা সমাবেশের ডাক দেয়। আজ আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে তারা আমাদের নেতা রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা করে।’

চান্দিনা রেদোয়ান আহমে ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি কাজী জামিল বলেন, ‘ঈদের আগে আমরা ঈদ পুনর্মিলনী করার আহ্বান জানিয়েছিলাম। আমরা সকাল থেকে অনুষ্ঠানস্থলে আছি। সকাল থেকে আমাদের প্রোগ্রাম চলছিল। দুপুর ১টার দিকে রেদোয়ান সাহেব আমাদের অনুষ্ঠানস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের দুই কর্মীকে গুলি করে। তারা এখন হাসপাতালে আছে।’

কাজী জামিল আরো বলেন, ‘এলডিপির অনুষ্ঠান ছিল ৪ টায়। রেদোয়ান সাহেব ইচ্ছাকৃতভাবে আমাদের অনুষ্ঠানকে বানচাল করতে দুই কর্মীকে গুলি করে। পরে তিনি থানায় গিয়ে উল্টাপাল্টা কথা বলেন।’

মন্তব্য

Beta version