বৈরী আবহাওয়ার কারণে প্রায় সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বেলা চারটার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি কমে যাওয়ায় নৌযান চলাচল শুরু করে বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ'র বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল কিন্তু আড়াই টার পরে বৃষ্টি এবং ঝড়ো বাতাস বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেওয়া হয়। পরে বেলা চারটার দিকে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি কমে গেলে পুনরায় ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়। আবহাওয়া ভালো থাকলে রাত দশটা পর্যন্ত লঞ্চ এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্পিডবোট চলাচল করবে।
বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, বেলা ৮টার দিকে ঝড়ো হাওয়া বইতে থাকলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। পরে দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বেলা চারটার দিকে ঝড়ো হাওয়া কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। ঘাটে যানবাহনের চাপ স্বাভাবিক আছে।
মন্তব্য