-->
শিরোনাম

টিটিই শফিকুলের তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল

পাবনা প্রতিনিধি
টিটিই শফিকুলের তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল

রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করে সাময়িক বরখাস্ত ভ্রাম্যমাণ আলোচিত টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। আগামী সোমবার প্রতিবেদন জমা দেবে তদন্ত দল।

পাঁচদিনের তদন্ত শেষে আজ (বৃহস্পতিবার) প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পদ্মা সেতু উদ্বোধন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় গেছেন। তাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে প্রতিবেদন জমা দেওয়া হবে। সে হিসেবে পরবর্তী কর্মদিবস হলো আগামী সোমবার।’

গত ৫ মে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটের তিনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেন পাবনার ঈশ্বরদীর ভ্রাম্যমাণ টিটিই শফিকুল ইসলাম। পরে রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে তাকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।

এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। পরে এ ঘটনায় রেল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যেই টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদের বহালের নির্দেশ দেন রেলমন্ত্রী।

গত ৯ মে ঈশ্বরদী টিটিই হেডকোয়ার্টারের কর্মস্থেলে পুনরায় যোগ দেন শফিকুল। পরদিন ট্রেনে দায়িত্ব বুঝে পেয়ে কাজ শুরু করে প্রথমদিনেই ৫০ হাজার টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দেন তিনি।

মন্তব্য

Beta version