কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়কালে নারী-পুরুষ ও শিশুসহ ১১জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘বৃহস্পতিবার সকালে ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।’
তিনি আরো বলেন, ‘আটকদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়।’
মন্তব্য