-->
শিরোনাম

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাবীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ছোট ভাই ফিড ব্যবসায়ী মো. আব্দুর সাত্তার ভুট্টো বাদী হয়ে বড় ভাই আবু সাইদ ও ভাবীর বিরুদ্ধে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দোবিলা গ্রামের মৃত.তজির উদ্দিনের ছেলে আবু সাঈদ ও মো. আব্দুর সাত্তারের মধ্যে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

শুক্রবার বিকেলে বড় ভাই আবু সাইদ জমির ধান বিবাদমান জায়গা রাখতে গেলে ছোই ভাই ভুট্টো নিষেধ করে বাজারে চলে যায়। পরে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তাকে আটকিয়ে বড় ভাই আবু সাইদ ও তার স্ত্রী দড়ি দিয়ে বেঁধে রেখে মারধর করে এবং তার কাছে থাকা মুরগি বিক্রির এক লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী দোবিলা গ্রামের সরদার মো. সাইফুল ইসলাম ও শামসুল আলম বলেন, ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে আমরা দেখি আবু সাইদ ও তার স্ত্রী মিলে ছোট ভাই ভুট্টুকে দড়ি দিয়ে বেঁধে রেখে নির্যাতন করছে। পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করি।

এ ব্যাপারে অভিযুক্ত বড় ভাই আবু সাইদ বলেন, ‘আমার বাড়ির জায়গা আমার স্ত্রীর নামে ২০০৫ সালে রেজিষ্ট্রি করে দিয়েছি। কিন্ত সেই জায়গা আমার ছোট ভাই কাগজপত্র খাজনা ও খারিজ করে নিয়ে তার বলে দাবি করছে। তাকে মারধর করা হয়নি। আমার ধান নিতে বাধা দেওয়ায় তাকে সামান্য মারধর করা হয়েছে।’

মাগুড়া বিনোদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রকিবুজ্জামান আলফিন বলেন, ‘ দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাদের দ্বন্দ্ব নিরশনে চেয়ারম্যানসহ গ্রামবাসীকে নিয়ে সমাধানের চেষ্টা করবো।’

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাত আলী বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

Beta version