বরিশাল বিভাগের শীর্ষ মাদক কারবারি সাইফুল ইসলাম রনির সেকেন্ড ইন কমান্ড মিনজার হোসেনকে (২৬) পাঁচ হাজার পিছ ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকাল সাড়ে ১০টার নগরীর সিএন্ডবি পুলের কাজিপাড়ার তে মাথা এলাকার বেল্লাল টি স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মিনজার বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের নুরু উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রনির বড় একটি ইয়াবা চালান বরিশালে আসছে এমন খবরে শনিবার সকালে অভিযান চালানো হয়। ইয়াবার চালানটি নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ আসলে মিনজারকে ইয়াবা চালানসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ‘অভিযানে আনুমানিক ২৫ লাখ টাকার ইয়াবা ও একটি ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। মিনজার ও সাইফুল ইসলাম রনিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।’
মাদক কারবারি রনিকে আটকের অভিযান চলছে বলেও জানান এই পরিচালক।
মন্তব্য