নরসিংদী জেলার মোমেনা বেগম। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার অভাবের সংসার। অর্থাভাবে ঠিকমতো বাজার জোটেনা এই নারীর। তাই হতদরিদ্র এই নারীকে স্বাবলম্বী করতে উদ্যোগ গ্রহণ করেছে ‘ইরামন ফাউন্ডেশন’ নামের এক প্রতিষ্ঠান।
মোমেনা বেগমকে স্বাবলম্বী করতে ইরামন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি গরু কিনে দেওয়া হয়। যাতে করে সংসারের অভাববোধ কিছুটা হলেও লাঘব হয়।
এদিকে হতদরিদ্র এই নারী উপহার পেয়ে আনন্দে উদ্বেলিত। তিনি ইরামন ফাউন্ডেশন ও এর অঙ্গ সংগঠনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুধু মোমেনা বেগমই নন। সারাদেশের এমন অসহায় দরিদ্রদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ইরামন ফাউন্ডেশন। অসহায় ও অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করাই এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য।
ইরামন ফাউন্ডেশনের কর্ণধার আকবর হায়দার বলেন, ‘মোমেনা বেগমকে আমাদের পক্ষ থেকে একটি গরু কিনে দেওয়া হয়েছে। যাতে তিনি সন্তানদের নিয়ে কিছুটা হলেও ভালোভাবে দিনযাপন করতে পারেন। আমি এই দোয়াই করি।’
ইরামন ফাউন্ডেশন ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।
মন্তব্য