ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে

ভোলা প্রতিনিধি
ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে

ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন ডাওরিবাজার এলাকায় বাইপাস সড়কে ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাকসহ অটোরিকশা খালে পড়েছে। এ সময় কোনো হতাহত না হলেও ভোলা-চরফ্যাশনের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকাল সাড়ে ১০ টার দিকে ডাওরিবাজার বেইলি ব্রিজ পার হতে ব্রিজে ওঠে। এ সময় পানির তীব্র স্রোত থাকায় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে গিয়ে ট্রাক ও অটোরিকশা খালে পড়ে যায়।

খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। তারা ভেঙে পড়া ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে পড়েছে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।’

মন্তব্য