-->
শিরোনাম

দুদকের মামলায় সাবেক মহিলা এমপির ৭ বছর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
দুদকের মামলায় সাবেক মহিলা এমপির ৭ বছর কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত নুর আফরোজ বেগম জ্যোতি

দুর্নীতির একটি মামলায় বগুড়ার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (বিএনপি দলীয়) নুর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার বিশেষ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় দেন।

দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ ভোরের আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ২৯ লাখ টাকার তথ্য গোপন ও প্রায় ৫০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা ফারুক আহম্মেদ ২০১৪ সালে বগুড়া সদর থানায় একটি মামলা করেন। পরে তদন্ত করে একমাত্র আসামি জ্যোতির বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদক উপ-পরিচালক আনোয়ারুল হক।

মামলা সূত্রে আরো জানা গেছে, সাবেক সংসদ সদস্য জ্যোতি ঢাকায় একটি ফ্ল্যাট কম দামে কেনা দেখিয়ে ২৬ লাখ ৫১ হাজার টাকার তথ্য গোপন করেন। তার মোট সম্পদ এক কোটি ২৯ লাখ ৮১ হাজার টাকা।

নুর আফরোজ বেগম জ্যোতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১ থেকে মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য

Beta version