নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী মালবাহী ট্রাকের ধাক্কায় আরিফ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকায় এই ঘটনা ঘটে।
আরিফ শেরপুর জেলার সদর উপজেলার তাতালপুর এলাকার লোকমান হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার এসআই আকরাম জানান, ট্রাক ও মোটরসাইকেলটি ঢাকা থেকে গাউছিয়া যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেলটি তারাবো পৌরসভার সামনে পৌঁছাতেই পিছনের ট্রাকটি ধাক্কা দিলে আকাশ রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে মামলার ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য