-->
শিরোনাম

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন স্বামী

নরসিংদী প্রতিনিধি
স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন স্বামী

নরসিংদীর বেলাব উপজেলায় এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গিয়াস উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী ও সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন।

রোববার বিকেল ৪টার দিকে পিবিআইয়ের পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন , ‘নিহতের স্বামী ও দুই সন্তানের বাবা গিয়াস উদ্দিন নিজেই তাদের হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছেন।’

তিনি আরো বলেন, ‘গিয়াস উদ্দিন দাবি করছিলেন , তিনি খবর পেয়ে গাজীপুর থেকে এসেছেন। কিন্তু তার ফোন ট্র্যাক করে আমরা জানতে পারি তিনি গাজীপুর নয় , এই অঞ্চলেই ছিলেন । পরে , তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। ক্রিকেট খেলার ব্যাট এবং চাকু দিয়ে তাদের আঘাত করেছিলেন বলে জানিয়েছেন আমাদের। কী কারণে তিনি এমনটি করেছেন তার আসল তথ্য জানার চেষ্টা করছি।’

এর আগে আজ বেলা ১১টার দিকে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের বাড়ি থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত তিনজন হলেন গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান রাব্বি শেখ (১৩) ও রাকিবা শেখ (৭)। রাহিমা বেগম এলাকায় কাপড় সেলাইয়ের দরজি হিসেবে পরিচিত। রাব্বি স্থানীয় একটি মাদ্রাসার ঝরে পড়া ছাত্র ও রাকিবা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গিয়াস উদ্দিন পেশায় একজন রংমিস্ত্রীর কন্ট্রাকটর।স্থানীয়রা জানায়, রবিবার সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেওয়া কাপড় আনতে যায় রাহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান তিনি। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়ে ঘরে ঢুকে রাহিমা বেগমের মরদেহ দেখতে পায়। পাশের ঘরে পাওয়া যায় তার দুই সন্তান রাব্বি শেখ এবং রাকিবা আক্তারের মরদেহ। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে দুপুর নাগাদ নিহতের মরদেহ উদ্ধার করে ।

মন্তব্য

Beta version