-->
শিরোনাম

স্থানীয় সকল ইজারা প্রদানের ক্ষমতা ইউনিয়ন পরিষদকে দেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সকল ইজারা প্রদানের ক্ষমতা ইউনিয়ন পরিষদকে দেয়ার দাবি
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সংবাদ সম্মেলন

ইউনিয়ন পরিষদের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সকল বরাদ্দ মন্ত্রণালয় থেকে সরাসরি ইউনিয়ন পরিষদের তহবিলে প্রদান করার দাবি জানিয়েছে ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা।

এ ছাড়াও, ইউনিয়ন পরিষদ সমূহের আর্থিক স্বক্ষমতা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন এলাকায় অবস্থিত সকল ধরণের হাট-বাজার, জলমহাল, বালুমহাল, পাথরমহাল, সাইরাতমহাল, ফেরীঘাট সমূহ ইজারা প্রদানের ক্ষমতা ও ইজারা লব্ধ আয় সমূহ ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় হিসাবে প্রদান করাসহ ১২ দফা দাবি জানান তারা।

আজ সোমবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানায়।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির অন্যান্য দাবিগুলো হলো- প্রশাসনিক ইউনিট আইনের পূর্ণ বাস্তবায়ন করা।

চেয়ারম্যানদের সম্মানী বৃদ্ধি করে চল্লিশ হাজার টাকা ও মেম্বারদের বিশ হাজার টাকা নির্ধারণ করা।

ভূমি উন্নয়ন কর ১% হতে ২% এ উন্নীত করে সরাসরি ইউনিয়ন পরিষদের তহবিলে জমা প্রদান করা।

জন্ম নিবন্ধনের আয় এবং বিবাহ নিবন্ধনের ফি ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা।

চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হলে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত চেয়ারম্যানদের গ্রেফতার ও সাময়িক বরখাস্ত না করা।

গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা বৃদ্ধি করে দেওয়ানী ও ফৌজদারী উভয় মোকদ্দমায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা/ক্ষতিপূরণ আদায়ে ক্ষমতা প্রদান করা।

প্রতিটি ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে একজন ব্যাঞ্চ সহকারী ও একজন পিয়ন নিয়োগ প্রদান করা।

ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটিতে একজন সহকারী পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দান করা।

ইউনিয়ন পরিষদের উপর উর্দ্ধতন মহলের সকল ধরণের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা।

ইউনিয়ন পরিষদকে গ্রাম পুলিশ নিয়োগের এবং অপসারনের পূর্ণ ক্ষমতা প্রদান করা।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের জন্য ঢাকা মহানগর এলাকায় প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রন্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন।

সরকারের গৃহিত এই সকল পদক্ষেপ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদকেই ভূমিকা রাখতে হয়।

স্থানীয়ভাবে আর্থসামাজিক ও অবকাঠামোগত সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে ইউনিয়ন পরিষদ।

সুতরাং ইউনিয়ন পরিষদের ক্ষমতাকে দূর্বল রেখে কোনভাবেই স্থানীয় কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।

সে লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১২ দফা দাবি সমূহ উপস্থাপন করছি এবং তা বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।’

মন্তব্য

Beta version