-->
শিরোনাম

অটোরিকশায় লরির ধাক্কা, ৪ বন্ধুসহ নিহত ৬

চাঁদপুর প্রতিনিধি
অটোরিকশায় লরির ধাক্কা, ৪ বন্ধুসহ নিহত ৬

ঢাকা-মাওয়া মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় ভেঁকুবাহী লরির ধাক্কায় চার বন্ধুসহ ছয়জন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া মহাসড়কে ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেঘড়িয়া এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের ২০ বছর বয়সী আব্দুস সামাদ গাজী, ২০ বছর বয়সী সিফাত ও ২০ বছর বয়সী আহাদ, বাগেরহাটের ১৮ বছর বয়সী তমাল, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ২৫ বছর বয়সী নাঈম এবং জনি।

হাসারা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাদের চাচাতো ভাই মো. রুবেল জানান, পদ্মা সেতু দেখার জন্য তিন বন্ধু চাঁদপুর থেকে ঢাকায় গিয়েছিলেন। সেখানে মুন্সীগঞ্জের আরেক বন্ধু তাদের সঙ্গে যোগ দেন। রাতে বন্ধুর বাসায় থেকে শুক্রবার তাদের পদ্মা সেতু দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল।

তেঘড়িয়া এলাকায় দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই চালকসহ ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন চার বন্ধু, আরেক যাত্রী এবং অটোচালক।

সামাদের বন্ধু রাব্বি বলেন, ‘বৃহস্পতিবার আমার বন্ধুরা ঘুরতে যাবে বলে জানায়। আমাকেও যাওয়ার জন্য বলেছিল। আমার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় আমি যেতে পারিনি। তারা রওনা দেয়ার পর কয়েকবার ইমোতে কথা হয়েছে। পরে রাতে এই দুর্ঘটনার খবর পাই।’

পুলিশ পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে।

মন্তব্য

Beta version