-->
শিরোনাম

কুসিক নির্বাচনে ভোট দেবেন দুই ট্রান্সজেন্ডার

মাহফুজ নান্টু, কুমিল্লা
কুসিক নির্বাচনে ভোট দেবেন দুই ট্রান্সজেন্ডার
প্রীতি ও হাসু

সপ্তাহান্তে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এবার এই নির্বাচনে ট্রান্সজেন্ডার হিসেবে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন দুজন ট্রান্সজেন্ডার।

দুই ট্রান্সজেন্ডারের একজন প্রীতি হিজড়া। তিনি নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ভোটার। ২০১৪ সালে ভোটার হয়েছেন। তবে গত বছর এসে তিনি ট্রান্সজেন্ডার হিসেবে ভোটার হয়েছেন।

প্রীতি হিজড়া বলেন, ‘আমার খুব ভালো লাগছে। এবার ভোট দিতে পারব। তবে কাকে ভোট দেব তা এখন বলব না। কেন্দ্রে গিয়ে যাকে ভালো লাগবে তাকে ভোট দিব।’

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ট্রান্সজেন্ডার হাসু হিজড়া। তিনি বলেন, ‘আমি ও প্রীতি ছাড়া পৌনে ৪শ’ হিজড়া আছে। তবে তাদের কেউ পুরুষ, কেউ নারী ভোটার হিসেবে ভোটার হয়েছেন। আমরাই ট্রান্সজেন্ডার হিসেবে এবার ভোটাধিকার প্রয়োগ করব।’

নিজের জীবনের কথা বলতে গিয়ে হাসু বলেন, ‘আমার বাবা-মা নেই। ভাইবোন নেই। মানুষের কাছ থেকে হাত পেতে যা পাই তা দিয়েই চলে আমাদের জীবন।’

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন মেয়র, সাধারণ কাউন্সিলর ১০৮ জন, সংরক্ষিত ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৭টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। ভোটকেন্দ্র ১০৫টি। বুথ রয়েছে ৬৪০টি। ১৩ জুন রাত ১২টা পর্যন্ত প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা।

মন্তব্য

Beta version