-->
শিরোনাম

গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
প্রতিকী ছবি

গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে জেলার কাপাসিয়ায় এক কৃষক এবং বিকেলে কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় বজ্রপাতে আরেক কৃষকের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের মৃত আব্দুল কাদেরের ছেলে কিরণ মিয়া (৫০) এবং কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সোবহান (৫৫)।

বিলে মাছ ধরতে গিয়ে কিরণ মিয়া এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, বেলা ৩টার দিকে কাইজলি বিলে মাছ ধরতে যান কৃষক কিরণ মিয়া। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর কিরণ মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামের কৃষক আব্দুস সোবহান শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান।

এ সময় বজ্রপাতে মাঠেই ওই কৃষকের মৃত্যু হয়। এলাকাবাসী সোবহানের নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

মন্তব্য

Beta version