-->
বন্যা পরিস্থিতি

ভৈরবে নদীভাঙনে দুইজন নিখোঁজ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরবে নদীভাঙনে দুইজন নিখোঁজ
নিখোঁজ স্বজনদের আহাজারি ছবি ভোরের আকাশ।

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ভাঙনে শরীফ ও মুস্তাকিম নামে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সকালে খাজা রাইস মিলের একটি পাকাঘর ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুইজনের বাড়ি বাজিতপুর উপজেলায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুজার গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের এশটি ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে ভৈরব বাজারঘাট থেকে ২শ ফুট দূরে অবস্থিত রাইস মিলটির মেঘনা নদীর পাড়ের অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়।

এ সময় রাইস মিলের দুই শ্রমিক নিখোঁজ হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুই সদস্য ও ভৈরব ফায়ার সার্ভিসের দুই সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চললেও প্রবল স্রোতের কারণে এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ঘটনায় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাজ হোসেন সৌরভ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলামিন সৈকত উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version