সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যাদুর্গতদের দুর্দশা দেখে নীরব থাকতে পারেনি গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালা টিসিএএল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হৃদয়বান শাহীন। নিজ উদ্যোগে সহকর্মীদের নিয়ে গোপালগঞ্জ থেকে সিলেটে গিয়ে বন্যার্তদের মাঝে সাধ্যমতো ত্রাণ বিতরণ শুরু করেন।
শাহীন পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। দেশে এসে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে মানবিক কাজে উজাড় করেছেন। একইভাবে আছে তার সঙ্গীরাও।
গত সোমবার থেকে তিনি সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে চলেছেন।
শাহীনের এই মহতী উদ্যোগের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার সঙ্গে যোগ দেন একই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ত্রাণ কার্যক্রমে অংশ নিতে তারাও ত্রিশ হাজার টাকা পাঠান শাহীনের ওই ত্রাণ তহবিলে।
গোহালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই জানান, সচ্ছল ও বিত্তবানরা বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসলে অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক জীবনের ছন্দ ফিরে পাবে এবং মানবিকতার জয় হবে।
মন্তব্য