অসহায় মানুষের চিকিৎসায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইরামন ফাউন্ডেশন। চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রীর চিকিৎসা খরচের জন্য নগদ এক লাখ টাকা প্রদান করা হয় ইরামন ফাউন্ডেশনের পক্ষ থেকে।
টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন “স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল” এর কো-অর্ডিনেটর মিজানুর রহমান, এ্যাডমিন ম্যানেজার আকবর ও হাসপাতালের চিকিৎসক পিযুষ।
ইরামন ফাউন্ডেশনের কর্ণধার আকবর হায়দার মুন্না বলেন, ‘রফিকুলের অভাব-অনটনের সংসার। এর মধ্যে তার স্ত্রী অসুস্থ। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাড় করার সামর্থ্য নেই রফিকুলের। এ জন্য তার স্ত্রীর চিকিৎসায় ইরামন ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়। আমরা রোগীর সুস্থতা কামনা করছি। ‘
আকবর হায়দার মুন্না আরো বলেন, ‘শুধু রফিকুলই নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইরামন ফাউন্ডেশনের লক্ষ্য। ইতোমধ্যে আমরা সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী পাঠিয়েছি।’
বন্যার্তদের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা অনেক উপকৃত হবেন বলে মনে করেন ইরামন ফাউন্ডেশনের এই কর্ণধার।
মন্তব্য