-->
শিরোনাম

বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, এক উপজেলায়ই আক্রান্ত ২০

বরগুনা প্রতিনিধি
বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, এক উপজেলায়ই আক্রান্ত ২০

বরগুনা : জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পাথরঘাটা উপজেলায়। গত এক সপ্তাহে পাথরঘাটায় অন্তত ২০ জন আক্রান্ত হয়েছেন।

 

রোববার (২৫ সেপ্টেম্বর) পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

 

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন মহিলা রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

এ ছাড়াও বেসরকারি ক্লিনিকগুলোতে অন্তত ১১ জন শনাক্তের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এদিকে পাথরঘাটা পৌর এলাকার বিভিন্ন রাস্তার পাশে ঝোঁপ-ঝাড় এখনো পরিষ্কার করা হয়নি। ময়লা-আবর্জনায় ড্রেনগুলো ভরে গিয়ে পানি বের না হওয়ায় ড্রেনের মধ্যেই মশার উৎপত্তি হচ্ছে। একই চিত্র বরগুনা জেলা শহরেও।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাইফুল হাসান বলেন, এক সপ্তাহে ৯ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

 

পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, আমাদের উপজেলা পরিষদে মিনি ফগার মেশিন রয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য দ্রুত উদ্যোগ নেয়া হবে।

 

ভোরের আকাশ/জেএস/

মন্তব্য

Beta version