-->
শিরোনাম

বরগুনায় এক ইলিশ ৭ হাজার টাকা

বরগুনা প্রতিনিধি
বরগুনায় এক ইলিশ ৭ হাজার টাকা

বরগুনা : জেলার বিষখালী নদীতে ২ কেজি ৭ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৩৫ টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় জেলা বরগুনা হওয়া সত্ত্বেও মাছের দাম আকাশছোঁয়া।

শনিবার বিকালে বরগুনা পৌর মাছ বাজারে ইলিশটি খুচরা মৎস্য ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি হয়েছে।

 

গত শনিবার বিকালে বিষখালী নদী থেকে স্থানীয় জেলে মো. ওলি মিয়া ২ কেজি ৭ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরে বাজারে নিয়ে আসেন। ৭ হাজার ৩৫ টাকায় পাইকারি দরে খুচরা মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

 

বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী মো. সেলিম মিয়া ভোরের আকাশকে বলেন, বিকালে জেলে মো. ওলি মিয়া মাছটি বাজারে নিয়ে আসেন। মাছটি নিয়ে আসার ১ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ভোরের আকাশকে বলেন, ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন বন্ধে মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা চালুর সুফল হিসেবে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে আশানুরূপ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

 

ভোরের আকাশ/জেএস/

মন্তব্য

Beta version