পঞ্চগড়: পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।
এর আগে গতকাল সোমবার রাত ১১টা পর্যন্ত উদ্ধার হয়েছিলো ৫০ জনের মৃতদেহ। মঙ্গলবার তৃতীয় দিনে দুপুর ১ টা পর্যন্ত উদ্ধার করা হয়েছে আরও ১৮ জনের লাশ।
মাড়েয়া বামনহাট ইউনিয়নে স্থাপিত তথ্য কেন্দ্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহতদের মধ্যে ২৯ জন নারী, শিশু ২০ জন ও ১৭ জন পুরুষ ।
গত রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। মহালয়া পূজা দিতে নৌকায় নদী পার হচ্ছিলেন তারা।
ঘটনার পর থেকে করতোয়া নদীর তীরে এবং তথ্য কেন্দ্রে এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনরা। তারা চাইছেন জীবিত অথবা মৃত স্বজনদের খোঁজ। নদী তীরে সকাল থেকেই উৎসুক জনতা ভীড়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ডুবুরি দল এবং স্থানীয়রা নিখোঁজদের খোঁজ করে যাচ্ছেন।
সরকারের পক্ষ থেকে মৃতদের সৎকারের জন্য প্রতিজনকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগীতা দেওয়া হয়েছে।
এ ঘটনায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দিতে বলা হয়েছে।
ভোরের আকাশ/আসা
মন্তব্য