ভোলায় ১১৭ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

ভোলা প্রতিনিধি
ভোলায় ১১৭ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

ভোলা : জেলার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। জেলার প্রতিটি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা দিনরাত কাজ করে যাচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদযাপনে ব্যস্ত আয়োজকরাও। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র অল্প কয়েক দিন বাকি। আগামী ১ অক্টোবর সন্ধ্যায় বেলতলায় দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী এ উৎসব। তাই ভোলার ১১৭টি পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী রূপ ধারণ করছে।

 

বিভিন্ন অঞ্চল থেকে আশা প্রতিমা তৈরির শিল্পীরা এখন শুধুই তাদের প্রতিমা তৈরির কাজে ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরি করে যাচ্ছেন তারা। কারিগরদের দম ফেলার সময়ও নেই। স্থানীয় কারিগরদের সংখ্যা কম হওয়ায় ফরিদপুর, মাগুরাসহ অন্যান্য এলাকার কারিগর এসে কাজ করছেন।

 

দুই বছরের করোনা মহামারি কাটিয়ে এ বছর খুব ভালোভাবে আনন্দ-উৎসবের মধ্য দিয়েই পূজা উদযাপনের আশা সনাতন ধর্মাবলম্বীদের।

সবাই মিলে সারম্বরে দুর্গাপূজা পালন করতে মণ্ডপ তৈরি, সাজ-সজ্জাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। করোনার খরা কাটিয়ে এ বছর বাড়বে দর্শনার্থীদের সংখ্যাÑ এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

 

পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা নিশ্চিত করার পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কাজ করবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা।

 

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সরদার।  

 

ভোরের আকাশ/জেএস/

মন্তব্য