বাগেরহাটে প্রস্তুত ৩৪৪ আশ্রয়কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে প্রস্তুত ৩৪৪ আশ্রয়কেন্দ্র

বাগেরহাট:  ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। প্রস্তুত করা হয়েছে ৩৪৪টি আশ্রয়কেন্দ্র।

 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, জেলার ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রন্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ আট হাজার ৪৩০ জন আশ্রয় নিতে পারবেন। চার লাখ ৮০ হাজার নগদ টাকা ও প্রায় ৩০০ টন চাল মজুত রয়েছে। এ ছাড়া উপকূল অঞ্চলের উপজেলাগুলোতে প্রস্তুতি সভা করা এবং জনগণকে সচেতন করতে মাইকিং করতে বলা হয়েছে।

 

তিনি আরও জানান, সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সমুদ্রে থাকা মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে আসতে নির্দেশ দেয়া হয়েছে।

 

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও এগিয়ে এসেছে। এর প্রভাবে রোববার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করেছে। রাতভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে বৃষ্টি এবং বাতাস বাড়তে থাকে। এতে উপকূলীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য