ঘূর্ণিঝড় 'সিত্রাং'র প্রভাবে পটুয়াখালীতে ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন এবং দু'শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত ও শতাধিক ঘের-পুকুরের মাছ ভেসে গেছে। তাছাড়া জেলায় প্রচুর গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীর প্রতাপপুর লঞ্চঘাটে নোঙ্গর করা ইটভর্তি ট্রলার ডুবিতে নিখোঁজ নূর ইসলাম (৪০) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা। নিখোঁজ নূর ইসলাম লোহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাজিরপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চঘাটে নোঙ্গর করা অবস্থায় ঘুর্ণিঝড়ে দমকা হওয়ার ঝাপটায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের মালিক জলিল মোল্লা ট্রলারে ছিল তিনি ট্রলারটি ডুবে গেলে তীরে উঠে আসতে সক্ষম হয়।
মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ডুবুরীদল ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারের ভিতর থেকে মৃত অবস্থায় নূর ইসলামের লাশ উদ্ধার করে। ঘুর্ণিঝড়ের প্রভাবে জেলায় দু'শতাধিক কাচা ঘরবাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত ও নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ৫ থেতে ৬ ফুট পানিতে তলিয়ে গেছে শাতাধিক মাছের ঘের ও পুকুর।
এদিকে আমনের কিছুটা ক্ষয়ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনই জানাতে পারেনি কৃষি বিভাগ। দমকা হাওয়ায় কিছু কাচা ঘরবাড়ী ও গাছপালা উপড়ে ব্যপক ক্ষতি হলেও তার হিসাব এখনও জানাতে পারেনি উপজেলা প্রশাসন।
ঘূর্ণিঝড় 'সিত্রাংয় পটুয়াখালীতে তেমন বেশী ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিক অবস্থায় ১৭৯ টি কাচা ঘর-বাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু গাছপালা উপড়ে পড়েছে। তবে উপজেলাগুলো থেকে সর্বশেষ প্রতিবেদন পাওয়ার পর সঠিক সংখ্যা বলতে পারবো বলে তিনি ভোরের আকাশ'কে জানান।
ভোরের আকাশ/আসা
মন্তব্য