-->
পর্যটন খাতে যোগ হলো ভিন্ন আমেজ

খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে সূচনা হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে সূচনা হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা

খাগড়াছড়ি প্রতিনিধি: গ্রীক স্থাপত্যের আদলে খাগড়াছড়ি’র আলুটিলা পর্যটন পার্কে নির্মিত হয়েছে ১ হাজার আসন বিশিষ্ট দেশের প্রথম অ্যাম্ফিথিয়েটার। জেলা প্রশাসনের নির্মাণ করা এই থিয়েটারে শুক্রবার বিকেলে বাণিজ্যিকভাবে সূচনা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা।

 

স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মঞ্চায়িত হয়েছে চাকমা সম্প্রদায়ের গীতি নৃত্যনাট্য ‘রাধামন ধনপুদি’। সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই গীতি নৃত্যনাট্য উপভোগ করেছেন খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসা পর্যটকরা। এতে দারুণ উচ্ছ্বাসিত তারা।

 

এর আগে বিকেল চারটায় সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন- খাগড়াছড়ি’র পর্যটন খাতে এটি ভিন্ন এক আমেজ যোগ করেছে। এখন থেকে প্রতি শুক্র ও শনিবার বিকেলে আলুটিলা পর্যটন পার্কের অ্যাম্ফিথিয়েটারে নৈসর্গিক পরিবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের এমন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে পারবেন ভ্রমণপিপাসুরা। পরিচিত হতে পারবেন পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতির সাথে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version