-->

রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রাঙ্গামাটি জেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে আজ খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ বিভাগ।

 

দুপুর ১২ টায় শহরের রিজার্ভ বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন জেলা পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ।

 

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎস্না বেগম প্রমূখ।

 

এ ছাড়া রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য আজ দুপুরে খাবার প্রদানের ব্যবস্থা করা হয়।

 

উল্লেখ্য, গতকাল ১৯ নভেম্বর দুপুরের দিকে অগ্নিকান্ডে শহরের রিজার্ভ বাজার এলাকায় ১৬ টি বসতঘর ভষ্মীভূত এবং ১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

 

বাসস

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version