বরিশালের আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার

বরিশাল ব্যুরো
বরিশালের আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার

ঢাকায় পুলিশের কাছ থেকে জেএমবির দুই আসামি ছিনতাইয়ের ঘটনায় বরিশালের আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের বিভিন্ন স্থানে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। আজ আদালতপাড়ায় পুলিশকে সতর্কাবস্থানে দেখা গেছে।

 

সন্দেহভাজন কিছু দেখলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রয়োজনীয় লোকজনকে আদালত অঙ্গনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, আদালতের নিরাপত্তায় আগে যে সংখ্যক পুলিশ মোতায়েন ছিল তারাই নিরাপত্তা ব্যবস্থা পালন করছে। দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন সিনিয়র পুলিশ কর্মকর্তারা।

 

তাদের মনোবল বাড়ানোর জন্য দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। আদালতের গুরুত্বপূর্ণ স্থানে জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কারাগার থেকে আদালতে আসামি আনা-নেয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

 

বরিশালে এ ধরনের ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য