দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের ২০২২-২০২৩ মেয়াদে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ।
এ নির্বাচনে দুটি সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচনে ১৪ শ' জন নারী-পুরুষ অভিভাবক ভোটার ছিলেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন (স্কুল শাখা) মনসুর আহমদ, আব্দুল করিম, আলাউদ্দিন, হিফজুর রহমান এবং (কলেজ শাখা)- কাজীম উদ্দিন, মোহাম্মদ আলী, আশরাফ আলী, সিরাজুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার (প্রিজাইডিং অফিসার) -এর স্বাক্ষরিত ফলাফল পত্র থেকে জানা যায়, স্কুল শাখায় মনসুর আহমদ ২৩১ ভোট পেয়ে প্রথম ও আব্দুল করিম ২০২ ভোট পেয়ে দ্বিতীয়, হিফজুর রহমান ১৮০ ভোট পেয়ে তৃতীয়, আলাউদ্দিন ১৪১ ভোট পেয়ে চতুর্থ।
কলেজ শাখায় ১৬৩ ভোট পেয়ে মোহাম্মদ আলী প্রথম, কাজীম উদ্দিন ১৬০ ভোট পেয়ে দ্বিতীয়, সিরাজুল ইসলাম ১৫৫ ভোট পেয়ে তৃতীয় এবং আশরাফ আলী ১১৭ ভোট পেয়ে চতুর্থ হন।
ভোরের আকাশ/নি
মন্তব্য